স্বাস্থ্য সেবা ব্যবসামূলক হতে পারে না : রাষ্ট্রপতি

0
171
Print Friendly, PDF & Email

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দেশের স্বাস্থ্য সেবাকে ব্যবসা ভিত্তিক নয় বরং মানবিক দিক থেকে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের স্বাস্থ্য সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে। ফলে অনেক বিদেশীও স্বাস্থ্যসেবা নিতে এখন বাংলাদেশে আসছে। তিনি আজ বিকেলে বঙ্গভবনে তাঁর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাতকালে এ কথা বলেন।
প্রতিনিধি দলের সদস্যরা বিএসএমএমইউ’র বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, তারা বিএসএমএমইউকে পূর্ণাঙ্গ যন্ত্রপাতি সজ্জিত হাসপাতালে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ইতোমধ্যে আইসিইউতে ৩০টির অধিক বেড করা হয়েছে।
রাষ্ট্রপতি প্রতিনিধি দলের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন