রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনী আলোচনায় পৌর মেয়রবৃন্দ

0
179
Print Friendly, PDF & Email

মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে জেতাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির নেতৃবৃন্দরা। মঙ্গলবার মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সিংড়া পৌরসভার মেয়র জনাব অধ্যাঃ শামিম আল রাজি’র সভাপতিত্বে রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি সমর্থিত মেয়ররা এক জায়গায় হয়েছিলেন। এমন কী দীর্ঘদিনের শত্রুতা ভুলে এক মঞ্চে বসেছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা। মঙ্গলবারের এ সভায় উপস্থিত ছিলেন, বিএনপি রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আফসারুল হক দুলু।

সভায় বক্তারা জানান, দেশের সিটি করপোরেশন নির্বাচনগুলোকে সেমিফাইনাল খেলা হিসেবে দেখছে বিএনপি। সেমি ফাইনাল খেলায় জিতলে ফাইনাল খেলায় (সংসদ নির্বাচন) অংশ নিবে। এ নির্বাচনগুলোতে জিততে পারলে আগামীতে তত্বাবধায়ক আন্দোলনে বিএনপির নেতৃবৃন্দ আরো বেশি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, এ নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া পৌর মেয়র মাহবুবুর রহমান, গোদাগাড়ী পৌর মেয়র আমিনুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, শাহাজাদপুর পৌর মেয়র নজরুল ইসলাম, শেরপুর পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, নাটোর গোপালপুর পৌর মেয়র মুনজুরুল ইসলাম বিমল, নওগাঁর মেয়র নাজমুল হক সানিসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি সমর্থিত ২৬ জন পৌর মেয়র, চেয়াম্যান ও তাদের প্রতিনিধিরা।

শেয়ার করুন