রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে উঠেছেন। এর আগে তিনি সংসদ ভবন চত্বরে স্পিকারের বাসভবনে ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, মহামান্য রাষ্ট্রপতি সোমবার সন্ধ্যায় বঙ্গভবন বাসভবনে উঠেছেন।
আবদুল হামিদ ১৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।