সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১৩ সংসদে পাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে অধিবেশনে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।
বিল পাশের প্রতিবাদে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সংশোধন বিলটি গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়।
বিকেল সাড়ে ৫টার দিকে বিলটি পাশের জন্য কণ্ঠভোট আহ্বান করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে বিল কণ্ঠভোটে ওঠার আগেই মওদুদ আহমদের নেতৃত্বে অধিবেশন ছেড়ে যান বিরোধীদলীয় সাংসদরা।
কণ্ঠভোটের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এ আইন পাশের বিরোধিতা করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “সন্ত্রাস বিরোধী বিল (সংশোধনী) পাশ হলে বিরোধী দলের প্রতি নিপীড়ন বাড়বে। সরকার বিরোধীদের হয়রানি করা হবে।” এ সময় তিনি বিলটি পাশ না করার আহ্বান জানান।
এ বিল পাশের প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউট করছে- এ কথা জানিয়ে বিরোধী সাংসদদের নিয়ে ওয়াক আউট করেন মওদুদ আহমদ।
পরে বিরোধী সাংসদদের অনুপস্থিতিতেই মওদুদের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, “সন্ত্রাস বিরোধী বিল (সংশোধনী) পাশ হলে কোনো ভদ্র মহিলা-পুরুষ হয়রানির শিকার হবেন না।”