বিশ্বব্যাংকের প্রতিবেদন পেয়েছেন অর্থমন্ত্রী

0
112
Print Friendly, PDF & Email

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পে কোনো চুরিটুরি হয়নি। হওয়ার কোনো চান্স নেই।’ তিনি বলেন, পদ্মা সেতুর ওপর বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের একটি প্রতিবেদন তিনি পেয়েছেন। এখনো সেটি পড়ে দেখেননি তিনি।
আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জুটের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পদ্মা সেতুর বিষয়টি এখন দুর্নীতি দমন কমিশনের আওতাভুক্ত বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, তারা এ ব্যাপারে মামলা করেছে। তবে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হতে পারত।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা প্রতিরোধ করতে পেরেছি। এ ব্যাপারে সরকার সাধুবাদ পেতে পারে।’
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জুট সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নির্মাণে সরকার আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেতে পারে। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের বড় ধরনের প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন