নাটোরে অটোরিক্সা ভাংচুরের মধ্যদিয়ে হরতাল পালিত

0
160
Print Friendly, PDF & Email

নাটোরে অটোরিক্সা ভাংচুরের মধ্যদিয়ে হরতাল পালিত হয়েছে। জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ ও মোঃ সেলিম উদ্দিনের বির“দ্ধে আদালত অবমাননার মামলায় সাঁজা প্রদানের প্রতিবাদে সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাটোরে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। সোমবার শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে একটি মিছিল বের করে জামায়াত ও শিবিরের নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদ¶িণ করে চকরামপুর এলাকায় ঘুরে এসে একই স্থানে সমাবেশ করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম রাসেল ও শিবিরের জেলা সেক্রেটারী আলমগীর হোসেন। এ সময় বক্তারা বলেন, জুলুম নির্যাতন করে জনগনের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না। এদিকে হরতালের কারনে শহরে রিক্সা অটোরিক্সা ছাড়া যানচলাচল করেনি। ছেড়ে যায়নি দূরপাল¬ার বা অভ্যš—রীন কোন পরিবহন। দোকান পাট বন্ধ সরকারী অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।

শেয়ার করুন