সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল’র মর্মান্তিক মৃত্যু

0
170
Print Friendly, PDF & Email

নাটোরের সিংড়ায় বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় শোলাকুড়া ইসলামীয়া আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আলী খান (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় উত্তেজিত জনতা দূর্ঘটনাস্থলে স্প্রীড ব্রেকার নির্মানের দাবীতে বি¶োভ ও ২ঘন্টা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা মোড়ে এঘটনা ঘটে। নিহত শিক্ষক উপজেলার শালমারা গ্রামের মৃত: চান খানের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘাটক ট্রাকটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা মোড়ে নাটোরগামী গাজীপুর ট-০২-০০৪৪ ন¤^রের একটি ধান বোঝাই ট্রাক পেছন থেকে ওই শিক্ষকের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় বি¶ুদ্ধ এলাকাবাসী স্প্রীড ব্রেকার নির্মাণের দাবীতে প্রায় ২ঘন্টা নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তার দু’পাশে প্রায় শত শত ইজিবাইক, ভটভটিসহ ছোটখাট যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দূর্ভোগে পড়তে হয়। পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের মৃত দেহ গ্রামের বাড়ীতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এই মর্মান্তিক মৃত্যুতে সিংড়া পৌরসভার মেয়র ও ম্যাব মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি ও শোলাকুড়া ইসলামীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ নাজমূল হকসহ সকল শিক্ষকবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন