নাটোরে নিমকোর আয়োজনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনদিনের কর্মশালা অনুষ্ঠিত

0
162
Print Friendly, PDF & Email

নাটোরে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট (নিমকো) এর ব্যবস্থাপনায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নারী ও শিশু ¯^াস্থ্য বিষয়ক তিন দিনের কর্শশালা শেষ হয়েছে। সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরন করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর পরিচালক প্রশি¶ণ মোঃ ফজলে রাব্বি। শুক্রবার নাটোর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ মিলনায়তনে জীবনের জন্য প্রয়োজন শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ জাফর উল¬াহ, নাটোর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর মহা-ব্যবস্থাপক মেজর (অবঃ) ইকবাল হায়দার, নিমকোর উপ-পরিচালক নজর“ল ইসলাম, মোঃ মঞ্জর“ল আলম এবং প্রশি¶ণ সমš^কারী মোঃ ময়েন উদ্দিন। কর্মশালায় নাটোর জেলায় কর্মরত রেডিও এবং টিভির সাংবাদিক ছাড়াও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা বিষয়ক কর্মকর্তা সহ প্রায় ৩০জন অংশ নেন।

শেয়ার করুন