নাটোরে পারিবারিক কলহে মহিলা খুন

0
172
Print Friendly, PDF & Email

নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর দিয়াড়পাড়ায় পারিবারিক কলহ থামাতে গিয়ে লাঠির আঘাতে রতœা বেগম ওরফে অতেনা (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত রতœা একই গ্রামের মৃত মোমিন আলীর স্ত্রী। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, রোবার সকালে রশিদপুর গ্রামের খবিরউদ্দিনের সঙ্গে নিজ বাড়িতে তার নেশাগ্রস্থ দুই ছেলে সুলতান ও শরিফের ঝগড়া বাধে। উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সুলতান তার বাবাকে মারতে গেলে খবির উদ্দিনের বিয়াইন রতœাকে থামানোর চেষ্টা করেন। এ সময় রতœা বেগমের মাথায় সুলতানের লাঠির আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন