নাটোরের সিংড়ায় ¯^ামীর সঙ্গে অভিমান করে মরিয়ম বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার ৮নং শেরকোল ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী ও নাটোর সদরের যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী আহাদ আলীর নিকট আত্মীয় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি রুহুল আমিন ও তার স্ত্রী মরিয়ম বেগম এর মধ্যে পারিবারিক বিরোধে মনো মালিন্যের সৃষ্টি হয়। শনিবার গৃহবধূ মরিয়ম তার ¯^ামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পরে সন্ধ্যায় সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। তবে নিহত গৃহবধূর মৃতদেহে ২টি আঘাতের চিহ্ন রয়েছে বলে একটি সূত্রে জানা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান ঘটনার সত্যতা ¯^ীকার করে জানান, এবিষয়ে একটি মামলা প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।