আমরা অনেক সময় বলে থাকি কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। ইচ্ছে করলেই কাজে লাগানো সম্ভব। তেমনি ট্যানারি শিল্পে ফেলা দেওয়া উচ্ছিষ্ট কাচা চামড়া যা মাছ ও ব্রয়লার মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
কারখানায় গিয়ে দেখা গেছে, ট্যানারি শিল্পে কাঁচা চামড়া বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করার পর নির্দিষ্ট সাইজে কেটে এর অবশিষ্টাংশ ফেলে দেওয়া হয়। এসব কেটে ফেলা পশুর চামড়া কারখানায় আর কাজে লাগে না। তবে ঝুট হিসেবে এ চামড়া বিক্রি করা হয়।
অনেকেই একটু আশ্চর্যই হবেন- এর পরবর্তী ব্যবহার জেনে। এসব চামড়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাছ ও মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
ট্যানারির এক কর্মচারী জানান, ফেলে দেওয়া চামড়া কারখানা থেকে অন্য এক পার্টি সংগ্রহ করে নিয়ে যায়। পরে সেগুলো সিদ্ধ করে মণ্ড তৈরি করা হয়। মণ্ড রোদে শুকানো হয় বেশ কিছুদিন। শুকানোর পর ঝরঝরে হলে তা অন্য আরেক পার্টি কিনে নিয়ে যায়।
এরপর এসব মণ্ড গুড়া করে মাছ ও ব্রয়লার মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।