অভিজ্ঞতা নেই এমন ৮০০ এজেন্সিকে হজ লাইসেন্স দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ এজেন্সিগুলোর সংগঠন- হাবের সদস্য পদও পেয়েছে এরা। তবে, এসব এজেন্সির কারণে হজ যাত্রায় অব্যবস্থাপনা হলে তার দায় নিতে নারাজ ধর্ম মন্ত্রণালয় ও হাব।
গত বছর বাংলাদেশ থেকে হজ করেছেন এক লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান। এ বছরো এই সংখ্যা প্রায় একই রকম থাকবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। এখন চলছে মোয়াল্লেম ফি জমা নেয়ার প্রক্রিয়া।
গত এক যুগে মোট হজ লাইসেন্স দেয়া হয়েছিলো ৪০২টি এজেন্সিকে। আর শুধু এবছরই আটশোরও বেশি এজেন্সিকে নতুন লাইসেন্স দিয়েছে ধর্মমন্ত্রণালয়। যাদের কারোরই নেই হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে হজ নিয়ে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
নতুন লাইসেন্স যারা পেয়েছেন তারা এরই মধ্যে হাবের সদস্যপদ পেয়েছেন। তবে এদের সক্ষমতা কতটুকু তার জবাব নেই হাব সভাপতি ইব্রাহিম বাহারের কাছে।
অনভিজ্ঞ নতুন হজ এজেন্সিগুলোর কারণে হজ ব্যবস্থাপনায় অনিয়ম হলে এর দায় নেবেন না বলে জানান, হাব সভাপতি।
এ বিষয়ে ধর্মমন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কেউ মুখ খুলতে রাজি হননি।