জুনেই অষ্টম ওয়েজ বোর্ড: তথ্যমন্ত্রী

0
142
Print Friendly, PDF & Email

 চলতি মাসের মধ্যেই সংবাদপত্রের কর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, “আজ-কালের মধ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো। জুন মাসের মধ্যে ওয়েজ বোর্ড পাবেন।”

সরকারি সুযোগ-সুবিধা নিয়েও যারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে না তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, “যারা সরকারি সুবিধা নিয়েও ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তাদের কৈফিয়ত তলব করা হবে এবং প্রয়োজনে সুযোগ-সুবিধা বন্ধ করে দেবো।”

এছাড়াও আগস্টের মধ্যে সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়েছেন মন্ত্রী। 

মন্ত্রণালয়ের বাইরের লোকদের নিয়ে অনলাইন নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “তারা এখনো খসড়া জমা দেয়নি। আশা করি দ্রুত সময়ের মধ্যে খসড়া জমা দেবেন।”

ডিইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে কমিটির নেতারা বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

শেয়ার করুন