পটুয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা

0
154
Print Friendly, PDF & Email

নতুন কোনো করারোপ ছাড়াই পটুয়াখালী পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা  করা হয়েছে। 

রোববার ৯৬ কোটি ৩৮ লাখ ৯০ হাজার চারশ’ ১৭ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। 

সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী পৌরসভার মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়। 

বাজেটে সমাপনী স্থিতি রাখা হয়েছে ১২ কোটি ৪১ লাখ ৬৫ হাজার আটশ’ ৬৭ টাকা। 

ঘোষিত বাজেটে ১১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা নিজস্ব রাজস্ব, ১১ কোটি এক লাখ ৫০ হাজার টাকা সরকারি সহায়তা এবং ৬৮ কোটি ৩০ লাখ টাকা প্রকল্প খাতে আয় ধরা হয়েছে। 

এবারের বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৯৭ লাখ ২৪ হাজার পাঁচশ ৫০ টাকা।

বাজেট ঘোষণায় পৌর মেয়র জানান, বাস্তবমুখী এ বাজেট পৌরসভার বর্তমান অসুবিধাগুলো দূর করতে সক্ষম হবে এবং গরীব দুঃখীদের স্বার্থ রক্ষা করাসহ নাগরিক জীবনে পৌরসভার সার্বিক মানোন্নয়ন হবে।

সাংবাদিক সম্মেলনে পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, পৌর কাউন্সিলরগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজল বরণ দাসসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন