বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রেসিডেন্ট পুত্র তৌফিক

0
127
Print Friendly, PDF & Email

 কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন প্রেসিডেন্ট পূত্র রেজওয়ান আহম্মদ তৌফিক। ওই আসনে মনোনয়ন দাখিল করা তিন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসার। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে তৌফিককে নির্বাচিত ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা বাতিল হওয়া এক প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।

আজ সকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনায়ন বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। এই প্রার্থীর একজন আওয়ামী লীগের বিদ্রোহী মুহিতুল ইসলাম এবং অন্যজন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ।

প্রার্থিতা বাতিলের বিষয়ে মুহিতুল ইসলাম জানিয়েছেন, যে কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবেন। উল্লেখ্য এই আসনের এমপি সাবেক স্পিকার মো. আবদুল হামিদ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়।

শেয়ার করুন