বিরোধীদলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিকে হাতির বাইরের দাঁতের সঙ্গে তুলনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
তিনি বলেছেন, “হাতির দুই প্রকার দাঁত আছে। ভেতরের দাঁতই আসল, সে দাঁত দিয়ে চিবায়। বিরোধীদলের আসল দাঁত জামায়াত-যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজ পুত্রদের বাঁচানো। বাইরের দাঁত তত্ত্বাধায়কের দাবি।”
যতো দিন বিরোধীদলের নেতা-নেত্রীরা দুই দাঁত নিয়ে ব্যস্ত থাকবেন ততোদিন সমস্যার সমাধান আসবে না- বলেও মন্তব্য করেন ইনু।