আলোচনার টেবিলে দুই কোরিয়া

0
154
Print Friendly, PDF & Email

 নিজেদের মধ্যকার দীর্ঘদিনের অমিমাংসিত বিষয় নিয়ে একটেবিলে আলোচনায় বসেছে দুই কোরিয়া। দুই বছরের বেশি সময় পর রোববার দুই দেশের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলেন। 

গত কয়েকমাস যাবত কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চলছিল। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পরিস্থিতি হামলার দিকেও মোড় নিয়েছিল। একটা পর্যায়ে উত্তর কোরিয়া কয়েকদফা ক্ষেপনাস্ত্রেরও পরীক্ষা চালায়। কিন্তু শেষমেষ পরিস্থিতির আর অবনতি হয়নি।

রোববার স্থানীয় সময় সকাল দশটায় দুই দেশের সীমান্তবর্তী এলাকা পানমুনজমে এই বৈঠক শুরু হয়। তারপর আবার বুধবার সিউলে মন্ত্রীপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিবিসি অনলাইন জানায়, দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কয়সং বাণিজ্যিক সংযোগ পুনরায় খুলে দেওয়া। চরম উত্তেজনার প্রেক্ষিতে এপ্রিলে উত্তর কোরিয়া যৌথ এই বাণিজ্যিক কেন্দ্রটি বন্ধ করে দেয়।

এর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে মন্ত্রীপর্যায়ের আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু উত্তর কোরিয়া মন্ত্রী পর্যায়ের আলোচনার আগে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসার ইচ্ছা পোষণ করে।

শেয়ার করুন