মনমোহনের বিমান ভাড়া বাবদ খরচ ৬৪২ কোটি রুপি

0
147
Print Friendly, PDF & Email

 নয়বছরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সিং বিমান ভাড়া বাবদ ৬৪২ কোটি রুপি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করেছেন।

মনমোহন সিংয়ের দপ্তর থেকে রোববার এই তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতের তথ্য অধিকার আইনের শীর্ষ কর্মকর্তাদের তথ্যপ্রকাশ বাধ্যতামূনক করায় এই হিসাব প্রকাশ করা হলো।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন এক আদেশে জনস্বার্থে সরকারের মন্ত্রীপরিষদ এবং ভিভিআইপি’দের তাদের খরচ প্রকাশের আহ্বান জানায়।

জি-নিউজ ব্যুরোর খবরে বলা হয়, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব নেওয়ার পর মনমোহন সিং ৬৭ বার বিদেশ ভ্রমন করেন। এর মধ্যে পাঁচবার ভ্রমনের খরচ ধরা হয়নি। বাকি ৬২ বার ভ্রমেন তিনি খরচ করেন ৬৪২ কোটি ৪৫ লাখ রুপি।

মনমোহন সিংয়ের বিশাল এই খরচের সবচেয়ে বেশি ব্যয় হয় ২০১২ সালে জি-২০ সম্মেলনে। মেক্সিকো-ব্রাজিলে অনুষ্ঠিত সাত দিনের ওই ভ্রমনে তিনি ২৬ কোটি ৯৪ লাখ রুপি ব্যয় করেন।

এর আগে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয় ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে পাঁচ বছরে ২২৩ কোটি রুপি ব্যয় করেন। এই খরচ নিয়ে তখন ব্যাপক সমালোচনাও হয়েছিল।

শেয়ার করুন