জটিল অ্যান্ড্রয়েড ট্রোজান থেকে সাবধান!

0
189
Print Friendly, PDF & Email

সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে নতুন ধরনের ট্রোজানের সন্ধান পেয়েছেন যা স্মার্টফোন থেকে পুরোপুরি সরিয়ে ফেলা দুঃসাধ্য।

 

ক্যাসপারস্কির গবেষকেরা জানিয়েছেন, ‘ওব্যাড’ নামের এ ট্রোজান বা ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন থেকে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া, অন্যান্য ম্যালওয়্যার ডাউনলোড করা, ব্লুটুথের মাধ্যমে তথ্য স্থানান্তরের সময় অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ছড়িয়ে পড়তে পারে। এ ম্যালওয়্যারটির কোড এমনভাবে তৈরি যা মোবাইল অ্যান্টিভাইরাসগুলোর পক্ষে শনাক্ত করা কঠিন।

 

ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞ রোমন ইউনোচেক জানিয়েছেন, ওব্যাড ম্যালওয়্যারটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আক্রান্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এটি মুছে ফেলা সম্ভব হয় না।

 

জটিল এই ট্রোজানটি সম্পর্কে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল কর্তৃপক্ষকে জানিয়েছেন ক্যাসপারস্কির গবেষকেরা।

 

অবশ্য ভয়ংকর এ অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারটি এখনো ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি বলে বিশেষজ্ঞরা খানিক স্বস্তিই প্রকাশ করেছেন।

শেয়ার করুন