আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন নেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ায় আগামীকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
রবিবার জামায়াতের সিনিয়র এক নেতা এই হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ এমপি-কে তিন মাসের কারাদণ্ড প্রদান ও তিন হাজার টাকা জরিমানা করেছে ট্রাইব্যুনাল।
আজ বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই অভিযোগে ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি কারাবন্দি মো. সেলিম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানার পাশাপাশি আদালত চলাকালীন সময় পর্যন্ত কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, গত ৬ মার্চ জামায়াতের তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দেয় ট্রাইব্যুনাল। আদেশের পরে ওইদিন দিবাগত রাতে সেলিম উদ্দিনকে র্যােব গ্রেপ্তার করলেও বাকি দুজন এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ায় তিন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ এমপি এবং মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।