রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) অংশ নেওয়া ১৮ দল সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় নগরের তেরোখাদিয়া এলাকায় পথসভার নামে জনসভা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তার পথসভা বন্ধ করে দেন। এসময় স্লোগান দেওয়ার অভিযোগে এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “পথসভায় এক কর্মী মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে আনারস প্রতীকে ভোট চেয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিল। এই অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই কর্মী জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।”
এছাড়া সেখানকার পথসভাটি স্থগিত করে দেওয়া হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় নগরের তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে পথসভা চলছিল। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এসময় সেখানে জনসভা হওয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। তবে বিএনপি নেতাকর্মীরা ভ্রাম্যমাণ আদালতকে জানায় সেখানে কোনো জনসভা হচ্ছে না। নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সেখানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ভ্রাম্যমাণ আদালত ওই পথসভায় উপস্থিত আরিফুল ইসলাম নামের এক কর্মীকে স্লোগান দেওয়ার অভিযোগে আটক করে। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।