তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সংসদে বিরোধী দলের জমা দেওয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহারের ঘটনায় প্রধানমন্ত্রীর করা সমালোচনা নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে।
এছাড়া চার সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় যাওয়া ও দলীয় প্রার্থীদের বিজয়ে সর্বোচ্চ চেষ্টার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়।
শনিবার রাত ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
আগামী ২৫ অক্টোবর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়া হবে, শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য।
যদি এটি করা হয় তা হলো ভালো। তবে এটি করা হবে না, তা তারা ভালো মত জানেন বলেও বৈঠকে মন্তব্য করা হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. আরএ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জেনারেল মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, সরোয়ারি রহমান প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য, শনিবারই সকালে সংসদে জমা দেওয়া তত্ত্বাবধায়কের মুলতবি প্রস্তাব ফিরিয়ে নেওয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২২ মে সংসদ সচিবালয়ে জমা দেওয়া ওই প্রস্তাব গত সোমবার বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রত্যাহার করে নেয় বিএনপি।