রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে পর্যালোচনা করতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টার দিকে এই বৈঠক শুরু হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
বৈঠকের আগে রাত সাড়ে ৮টায় ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বিরোধী দলীয় নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এই সময়ে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।