পুলিশের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) থেকে এডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণ জারি করে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৪ জন, এসপি এবং এডিশনাল এসপি ৯ জন রয়েছেন।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, প্রস্তাবিত সন্ত্রাস দমন ইউনিট গড়ার দায়িত্বে থাকা পুলিশ সদর দফতরের ডিআইজি নাজিবুর রহমানকে রাজারবাগ টেলিকমে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে, ঢাকা এসবির (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিমকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদে, ঢাকা টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে নোয়াখালি পিটিসি কমান্ড্যান্ট, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মোজাম্মেল হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা পঞ্চম এপিবিএনের অধিনায়ক সারোয়ার মোর্শেদ শামিমকে দিনাজপুরের পুলিশ সুপার, নীলফামারির পুলিশ সুপার আলমগীর রহমানকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকায় সংযুক্ত ডিএমপি পুলিশ সুপার মীজানুর রহমানকে ঢাকা আরআরএফের কমান্ড্যান্ট, মিশন হতে প্রত্যাগত পুলিশ সুপার আবু কালাম সিদ্দিককে ডিএমপি উপ-পুলিশ কমিশনার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মনিরুজ্জামানকে ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্লা জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরার পুলিশ সুপার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জোবায়ের রহমানকে নীলফামারির পুলিশ সুপার (চলতি দায়িত্বে) এবং নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ হোসেনকে গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুর রহমানকে খুলনা মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।