মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগ সভাপতি সফুয়ান আহমেদ রূপকের বাড়িতে বোমা হামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মেয়রের বাড়ি লক্ষ্য করে দুটি এবং ছাত্রলীগ সভাপতির বাড়ির দিকে একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।
বোমায় ছাত্রলীগের সভাপতি রূপকের বাড়ির জানালার ক্ষতি হলেও কেউ হতাহত হননি। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, ফজরের আযানের পরপরই দুস্কৃতকারীরা মেয়র ও ছাত্রলীগ সভাপতির বাড়িতে বোমা মারে।
“কেন এবং কি কারণে এ হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ হামলায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।”
তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।