বিকেল ৩টা ৫০ মিনিট। বাজেট বক্তৃতা চলাকালে হঠাৎ করেই জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে চলে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট ।
কোন প্রকার পূর্ব ঘোষণা ও প্রেটোকল ছাড়াই এই প্রথমবার কোন রাষ্ট্রপতির সাংবাদিক লাউঞ্জে আসা। তিনি যেন ভুলতে পারেননি তার চিরচেনা এই জায়গাটিকে।
সাংবাদিকরা কেমন আছেন জানতে চেয়ে তাদের সঙ্গে আলাপে মাতলেন চার মিনিট। স্পিকার থাকা কালে ঠিক এভাবেই খোঁজ-খবর নিতেন তিনি।
লাউঞ্জে যাদের দেখা পাননি এ সময় তাদেরও খোঁজ-খবর নিলেন রাষ্ট্রপতি। দীর্ঘ ৪২ বছরের পরিচিত জায়গাটিতে ফিরে এসে ওই চার মিনিটেই যেন অন্য রকমের এক আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি ।
অন্তরঙ্গ আলাপচারিতার ঢঙেই সংসদের একটি প্রসঙ্গ নিয়েও খুনসুটি করেন তিনি।
মাত্র চার মিনিটেই সাংবাদিক লাউঞ্জ মজিয়ে তুলে, রাষ্ট্রপতি ফিরে যান ৩টা ৫৪ মিনিটে। এ সময় তার সঙ্গে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।