প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করাসহ বিভিন্ন দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্ব-স্ব স্কুলে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী স্বত্বঃস্ফূর্তভাবে কর্মবিরিত পালন করা হয় বলে দাবি করেন সংগঠনের সভাপতি আবুল বাসার।
শিক্ষকরা অনতিবিলম্বে সকল স্তরের পদোন্নতিতে শতভাগ শিক্ষক কোটা নিশ্চিতকরণ, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা দূর করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সরকার যদি সমস্যা সমাধানের কোনো ঘোষণা না দেন তাহলে সমিতির পূর্বনির্ধারিত ১২ জুন ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি।