যশোর শহরের মোল্লাপাড়া এলাকা থেকে নগর ছাত্রদল সভাপতি ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফারুক শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় বোমাবাজি মামলার এজাহারভুক্ত আসামি।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল বাংলানিউজকে জানান, ৯ এপ্রিল বিএনপির ডাকা হরতাল চলাকালে যশোর শহরের দড়াটানায় বোমাবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফারুককে গ্রেফতার করা হয়।