মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সংসদে ২০১৩-১৪ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে ছিলেন।
মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট প্রস্তাব বিকাল সোয়া ৩টায় সংসদ অধিবেশনে উপস্থাপন শুরু করেন মুহিত।
সরকারের মেয়াদের শেষ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতির উন্নতির চ্যালেঞ্জের সঙ্গে নির্বাচনী বছরের রাজনৈতিক চাপ সমন্বয়ের ছকও থাকছে।
চলতি অধিবেশনে থাকলেও বিরোধী দল বাজেট প্রস্তাবের সময় সংসদে উপস্থিত নেই। এই সরকারের আগের চার বাজেট উপস্থাপনের দিনও সংসদে অনুপস্থিত ছিল বিএনপি।
এবারো ডিজিটাল পদ্ধতিতে (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।