নির্দিষ্ট মেয়াদ শেষে আরো দুই বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ জুলাই সোনাইমুড়ি পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগমকে নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২ জুন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ৯ জুন। বাছাই ১০ জুন। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন এবং প্রতীক বরাদ্দ ১৮ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এ নির্বাচনে মোট ১৯ হাজার ৮শ’ ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিষ্ঠিত সোনাইমুড়ি পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ১৩ মার্চ। এদিকে, তফসিল ঘোষণার পর থেকেই মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক, বিএনপি নেতা হেলাল উদ্দিন টুটুল, আওয়ামী লীগ নেতা নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মাহফুজুর রহমান বাহার, সোনাইমুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের ভূইয়া, ঠিকাদার মমিনুল ইসলাম মনির প্রমুখ। রিটার্নিং অফিসার হাসিনা বেগম বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।