গাসিক নির্বাচন: মেয়র কাউন্সিলর পদে ৬৯৬ জনের মনোনয়নপত্র

0
209
Print Friendly, PDF & Email

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩০জন ও সাধারণ কাউন্সিলর ৫৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আ‘লীগ সমর্থিত ১৪ দলীয় মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, বিএনপি কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের ডা. নাজিম উদ্দিন আহমেদ, সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মো. ফজলুর রহমান এবং একমাত্র নারী মেয়র প্রার্থী রীনা সুলতানা। নবগঠিত এ সিটি কর্পোরেশনে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড ৫৭টি রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মতিয়ার রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করতে নির্বাচন কমিশন থেকে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

শেয়ার করুন