জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীর শৈশবের স্মৃতিচারণ করেছেন সংসদ সদস্য তোফায়েল আহমদ। তিনি বলেন, আপনি এই আসনে যখন বসেন তখন আমার স্মৃতিতে অনেক কিছু ভেসে উঠেছে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আপনার বাবা ছিলেন তার সেক্রেটারি। আমিও মাত্র ২৯ বছর বয়সে বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি হই। তখন প্রায়ই আমি আপনাদের বাসায় যেতাম। আপনি ছিলেন তখন খুবই ছোট। আপনি তখন ক্লাস ওয়ানে পড়তেন। আপনাকে আমি তখন বলতাম আপনি ইংরেজিতে কথা বলেন। সেই সময় আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতেন। তখন আমি বলেছিলাম, আপনি অনেক বড় হবেন। আজ আপনি জাতীয় সংসদের স্পিকার হয়েছেন।