এখন থেকে ডিআরইউর ভিআইপি মিলনায়তনটির নাম ‘ডিআরইউ সাগর-রুনী মিলনায়তন’ হিসেবে পরিচিতি পাবে। সোমবার সাধারণ সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় এবং সংগঠনটির সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এক বছরের বেশি সময় পর হলেও এ হত্যা রহস্যের কোনো কূলকিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে।