গণতন্ত্র রক্ষায় ছাত্রদলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আগামীতে জনগণের ভোটে খালেদা জিয়া ক্ষমতায় আসবেন। আর তারেক রহমানকে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। তারেক জিয়া যে দিন দেশে পা রাখবেন সে দিন সরকারের অস্তিত্ব টলমল করবে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম শাহদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, হরতাল দিয়ে বাড়িতে বসে টেলিভিশন, ভিসিআর দেখলে হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংহিসতার আন্তর্জাতিক তদন্ত দাবি জানান।
শাহ মোয়াজ্জেম বলেন, যতদিন এ দেশ থাকবে ততদিন স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম ইতিহাসে থাকবে।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইঁয়া জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আসম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম বাবুল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছদরুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব।