অ-নে-ক দিন কোন সুসংবাদ শুনি না
দেখি না কোন আশাজাগানিয়া স্বপ্ন।
বিষণ্ণ মন, অনবরত দুঃসংবাদের ভিড়ে
ডুবে যায়, ক্রমশ বিষণ্ণতার অমানিশায়,
দুঃস্বপ্নের ভয়ে জেগে থাকি দীর্ঘরাত।
নির্ঘুম রক্ত চোখে অপেক্ষায় থাকি শুভ্র ভোরের।
আসবে কি বৃষ্টিস্নাত পরিচ্ছন্ন কোনো ভোর?
নাকি কুয়াশায় মোড়ানো অস্বচ্ছ প্রকৃতিতে অস্পষ্ট কোনো ভোর?
অপেক্ষায় থাকি—
দীর্ঘ অপেক্ষায় থাকা মন,
আর অপেক্ষা করে না কোনো সুসংবাদের।
ক্লান্ত রক্তজবার মতো চোখে
নয় কোনো আশাজাগানিয়া স্বপ্নের প্রতীক্ষা।
তাই আর কোনো দুঃস্বপ্ন নয়, নয় কোনো আশাজাগানিয়া স্বপ্ন
তবে হোক স্বপ্নবিহীন কোনো নিঃশব্দ রাত।
আর কোনো দুঃসংবাদ নয়, অপেক্ষা নয় কোনো সুসংবাদের
তবে হোক সংবাদবিহীন কোনো শান্ত দিন।
তবু বেঁচে থাক মানুষ
না-স্বপ্ন, না-সংবাদবিহীন
চলুক শুভ্র ভোরের অনন্ত মিছিল।