আড়াইহাজার ও গোপালদি পৌরসভার ভোট ৬ জুলাই

0
205
Print Friendly, PDF & Email

সোমবার জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. তারিকুজ্জামান এ দুটি পৌরসভার তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, দুটি পৌরসভায় ৯ জুন প্রার্র্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১০ জুন বাছাই, ১৭ জুন প্রত্যাহার ও ৬ জুলাই ভোট গ্রহণ হবে।

২০১১ সালে এ দুটি পৌরসভা গঠন করা হয়। এবারই প্রথম সেখানে ভোট হচ্ছে।

আড়াইহাজার সদর পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার।

অপরদিকে গোপালদি পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ২৪ হাজার।

শেয়ার করুন