আন্দোলন নয়, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দিকেই এখন সবাইকে নজর দিতে বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত চর এলাহী, চর ফকিরাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছে, সে সংকট নিরসন করতে হলে আলোচনা করতে হবে। আলোচনার জন্য সংসদই হচ্ছে আসল জায়গা।”
তিনি বলেন, “বিরোধীদল সম্মতি দিলে সংসদের বাজেট অধিবেশনেই সুযোগ নিতে হবে। এই সুযোগ না নিয়ে বিরোধীদল যদি নির্বাচনের পথ অগ্রাহ্য করে আন্দোলনের পথে হাঁটতে থাকেন, তাহলে ভুল করবেন।”
মন্ত্রী আরও বলেন, “এবারই ভুল সংশোধনের উত্তম সময়। শুধু সংসদ সদস্য পদ রক্ষার জন্য বিরোধীদল সংসদে আসবে না বলে আমরা আশা করছি। সংলাপের জন্য আসুন। নির্বাচনের প্রস্তুতি নিন।”