আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই গণতন্ত্র ধ্বংস করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঢাকাস্থ নোয়াখালীবাসী আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
খাল কেটে কুমির আনতে চাই না- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগের ছিল। জামায়াত এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আন্দোলন করতে গিয়ে ১৩০ দিন হরতাল দিয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের জনপ্রিয়তা কমে যাচ্ছে বুঝতে পেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার সভপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।