জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধ দিবস হরতাল আহবান করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টায় জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সিদ্ধান্তের আলোকে আট জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত আমির প্রফেসর এম নজরুল ইসলাম, পাবনা জেলা আমির মাওলানা আবদুর রহীম, নওগাঁ জেলা আমির অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমির অধ্যাপক ইউনুস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, পূর্ব জেলা আমির রেজাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির লতিফুর রহমান।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর এলাকা থেকে রোববার রাতে পুলিশ জামায়াতের রাজশাহী জোনের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও বিস্ফোরক আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।