বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বিরোধীদলের সংসদ সদস্যরা এতে অংশ নেবেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।