রাজধানীর ডেমরায় একটি তিনতলা ভবন পাশের অন্য একটি ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় প্রশাসন আতঙ্কিত দুটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে ভবন দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে।
রোববার বিকেল থেকেই ডেমরার সারুলিয়া পূর্ব হাজীনগরে ‘ইভা মঞ্জিল’ নামে ওই ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়তে শুরু করে। এতে করে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ছুটোছুটি শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, রোববার রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং দুই ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।
ডেমরা থানার উপপরিদর্শক হারুন-অর-রশীদ জানান, লোকজন সরিয়ে ভবন দুটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিছিন্ন করে দেয়া হয়েছে।
দুটি ভবনেই বাইরে থেকে তালা দিয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।