বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার আউকপাড়ায় ডাইনেস্টি বিডি লিমিটেডের পোশাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করলে শিল্প পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এরপর সকাল পৌণে ১০টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে উভয় পাশে প্রায় ১০ কি.মি. যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকদের পুলিশ বোঝানোর চেষ্টা করলে তারা আরো উত্তেজিত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা শ্রমিকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ঘটে। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে শ্রমিকরা।
সংঘর্ষে প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে।