রানা প্লাজা ধসের ঘটনায় তিন গার্মেন্টস মালিকসহ চার জনের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সাত দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জ্বল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক বিজয় কৃষ্ণ কর গত ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন। আসামিরা হলেন আনিসুর রহমান, বজলুর সামাদ আদনান, আমিনুল ইসলাম ও মাহমুদুর রহমান তাপস।