মঙ্গলপৃষ্ঠে পানিপ্রবাহের প্রাচীন চিহ্নের সন্ধান

0
140
Print Friendly, PDF & Email

মঙ্গল গ্রহের পৃষ্ঠে গোলাকার শত শত নুড়ি পাথরের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযান কিউরিওসিটি।
মঙ্গলপৃষ্ঠের ওপরিভাগের শিলাস্তরের অংশে পাওয়া নুড়িগুলোর প্রান্ত গোলাকার এবং আকৃতি শস্যদানার মতো। এতে বোঝা যায়, ওই অঞ্চলে (গেইল কার্টার) কোনো একসময় দীর্ঘ দূরত্বের পানিপ্রবাহ ছিল। গবেষকেরা বলেন, নুড়িগুলো অন্তত ২০০ কোটি বছর আগে পানিপ্রবাহের মাধ্যমে গেইল কার্টারে সঞ্চিত হয় বলে ধারণা করা হচ্ছে। এগুলো প্রথম দিকে অমসৃণ ও কোণযুক্ত অবস্থায় থাকলেও পানি ও বালুর সঙ্গে ভেসে যাওয়ার ফলে কালক্রমে গোলাকার ও মসৃণ হয়ে পড়ে। কিউরিওসিটি সেখানে মোট ৫১৫টি নুড়ি পর্যবেক্ষণ করেছে। প্রায় সব নুড়িই চ্যাপটা, গোলাকার ও মসৃণ এবং হালকা, গাঢ়সহ বিভিন্ন রঙের।
কিউরিওসিটি গত বছর মঙ্গলে অবতরণ করে। মঙ্গল গবেষণা প্রকল্পের প্রধান মর্টেন বো ম্যাডসেন বলেন, গোলাকার নুড়িগুলোর অবস্থান পরিবর্তন ও গঠন থেকে বোঝা যাচ্ছে, মঙ্গলে হয়তো ১০ সেন্টিমিটার থেকে এক মিটার গভীরতার পানিপ্রবাহ ছিল। এই প্রবাহের গতি ছিল সম্ভবত ঘণ্টায় ৩ দশমিক ৬ কিলোমিটার।
এ ব্যাপারে গবেষকদের বিশ্লেষণের ফলাফল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।

শেয়ার করুন