মাদকাসক্তি থেকে মুক্তির জন্য আদালতের বিশেষ নির্দেশে রিহ্যাবে থাকা হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান সেখানে খুব একটা ভাল নেই। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ক্যালিফর্নিয়ার বেটি ফোর্ড ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, আদালতের নির্দেশে রিহ্যাব থেকে ছাড়া পেতে লোহানের আরও তিন মাস বাকি। এরই মধ্যে তার বন্ধুরা মনে করছেন লোহান সেখানে হয়তো বিমর্ষতা ও শক্তিহীনতায় ভুগছেন।
নাম প্রকাশে অনিচ্ছিুক বেটি ফোর্ড ক্লিনিকের এক কর্মকর্তা জানান, লোহান আর এখানে থাকতে চাচ্ছেন না। তাকে জোর করে এখানে ভর্তি করা হয়েছে এবং আদালত তাকে জেলে যাওয়ার বিকল্প হিসেবে এখানে পাঠিয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, রিহ্যাবে লোহান দুশ্চিন্তা ও নিদ্রাহীনতায় ভুগছেন। তার মুখ শুকিয়ে গেছে। তাকে দেখলে মনে হয় না তিনি প্রতিদিন নিজের চুলও আঁচড়ান। মূলত মাদক ‘অ্যাডিরাল’ থেকে দূরে রাখার ফলেই তিনি বিষণœতা ও শক্তিহীনতায় ভুগছেন বলেও জানায় ওই কর্মকর্তা। রিহ্যাব সূত্র জানিয়েছে, লোহান এখন সুস্থ হওয়ার পথে রয়েছেন।