চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যা মামলায় অভিযুক্ত ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ চার্জ গঠন করা হয়। এছাড়া অভিযুক্তদের মধ্যে পলাতক থাকা ১৩জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মহানগর দায়রা জজ জহুরুল হক এ চার্জ গঠন করেন। আসামিদের পক্ষে মামলা থেকে অব্যাহতি ও জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। আগামী ১৩জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে। মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছাত্রলীগের ২১ কর্মীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।