জেলে আটক বিএনপি দলীয় সংসদ সদস্যদের মুক্তির দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি দলীয় সংসদের একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে কারাবন্দি বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু ও এমকে আনোয়ারের আগামী ৩ জুন বাজেট অধিবেশনের আগে মুক্তি দাবি করা হয়েছে।
জবাবে স্পিকার বলেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
প্রতিনিধি দলের অন্যরা হলেন-বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, আবুল খায়ের ভুঁইয়া এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি ও রেহেনা আক্তার রানু এমপি প্রমুখ।