ওয়ানডের পর আইপিএলকেও বিদায় জানালেন শচীন টেন্ডুলকার। তবে কি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেয়ার সময় এসে গেল ভারতীয় ব্যাটিং গ্রেটের! আসলে এখনই এধরনের চিন্তাভাবনা নেই। জানিয়ে দিলেন, নিজের দুশতম টেস্ট খেলার কথা ভাবছেন তিনি।
বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে ওই সফরে থেকে স্বপ্নের মাইলফলকটি ছোঁয়ার অভিপ্রায় জানালেন ১৯৮ টেস্ট খেলা শচীন,‘ডিসেম্বরে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর আছে। এখনও কিছুটা সময় হাতে পাব। দুশতম টেস্টে কথা ভেবে অন্য রকম অনুভূতি হচ্ছে। বড় একটা নম্বর এটা। ওই টেস্ট খেলা বেশ দারুণ হবে।’
এই মাইলফলক ছোঁয়ার অনুভূতি কেমন হতে পারে তা জানা নেই শচীনের। কারণ, এই রেকর্ড এখনও ছুঁয়ে দেখতে পারেননি কেউই। সমান ১৬৮ ম্যাচ খেলে তার পর আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। ভারতীয় ব্যাটিং তারকা এনিয়ে বললেন,‘দুশতম টেস্ট খেলতে নামার সময় কেমন অনুভূতি হবে তা এখনই ঠিক করে বলতে পারছি না। মুহূর্তটা আসার পর হয়তো ঠিকঠাকভাবে সেই অনুভূতি জানাতে পারব।’
শুধু ব্যক্তিগত রেকর্ডের লক্ষ্যেই যে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন তা নয়,‘আমরা জেতার জন্যই যাব। একমাত্র লক্ষ্য সেটাই। কিন্তু ওই লক্ষ্য পূরণে যদি কোনো রেকর্ড হয়ে যায় তবে তো ভালোই।’