চাকরির বয়স পূর্ণ হওয়ায় সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া অবসর গ্রহণ করেছেন।
তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার মামলায় উভয় পক্ষে দায়ের করা আপিল শুনানি গ্রহণকারী বেঞ্চের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাকে বিদায়ী সংবর্ধনা দেন।
এতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী।
বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার জন্ম ১৯৪৬ সালের ২জুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে বিএ, এমএ, লোকপ্রশাসন বিভাগ থেকে এমএ এবং আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসেবে যোগদান করেন এবং পরে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। চলতি বছরের ৩১ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।