সুস্থ হয়ে উঠছেন বাবুনগরী

0
153
Print Friendly, PDF & Email

হেফাজত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: আরিফ আহসান। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের সপ্তম তলার ইনসেনটিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) সামনে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানান ডা: আরিফ।
 
ডা: আরিফ বলেন, কয়েকদিন আগে বাবুনগরী পড়ে গিয়ে হাটুতে ব্যাথা পেয়েছিলেন। তার ডায়বেটিস থাকায় সেখানে ইনফেকশন হয়ে পুজ জমা হয়। ইনজেকশন পুশ করে  হাটুর চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও বাবুনগরীর কিডনির জটিলতার রয়েছে। এ কারণে তাকে ডায়ালেসিস করা হচ্ছে।
 
বাবুনগরীর চিকিৎসার জন্য আগামী শনিবার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। এর আগ পর্যন্ত তিনি ডা: আরিফের তত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন বলেও জানান ডাক্তার।
 
এদিকে সকালে জুনায়েদ বাবুনগরীকে দেখতে আসেন তার ছোট জামাই মাওলানা জুনায়েদ। তিনি বলেন, ওনার অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। আপনারা সবাই দোয়া করবেন।
 
মতিঝিল থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় বুধবার দুপুরে বাবুনগরীকে জামিন দেন আদালত।
 
উল্লেখ্য, গত ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতকর্মীদের সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে।

শেয়ার করুন